1
কবিতা
ঘুষ ছাড়া চাকরী কোথায়?
আফছানা খানম অথৈ
লেখাপড়া শেষ
চাকরীর পালা,
চাকরী পেলে দু:খ ঘুচবে
শান্তি পাবে খালা।
পরীক্ষায় সেই হয়েছে
ভালো ফলের আশ,
পত্রিকায় ফল প্রকাশ
হগা করিম পাশ।
পাশ করেছে তারা
গ্রামে কি আনন্দ,
খালা বকে সে বকে
লোকে বলে মন্দ।
কিছুদিন পার হয়েছে
বেঁধে গেছে দ্বন্দ,
সুদে করে ঘুম দিয়েছে
চাকরী দিছে ছন্দ।
ছন্দ মামা চাকরী দিছে
ঘুষের বিনিময়,
একথাটা কেউ জানে না
কথা ছিল তায়।
লক্ষ কোটি বেকার যুবক
হাজার হাজার জ্ঞানী,
হারিয়ে যাচ্ছে আঁধারে
বিনা ঘুষে কোথায় চাকরী?
1