কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

1

কবিতা
ঘুষ ছাড়া চাকরী কোথায়?
আফছানা খানম অথৈ

লেখাপড়া শেষ
চাকরীর পালা,
চাকরী পেলে দু:খ ঘুচবে
শান্তি পাবে খালা।

পরীক্ষায় সেই হয়েছে
ভালো ফলের আশ,
পত্রিকায় ফল প্রকাশ
হগা করিম পাশ।

পাশ করেছে তারা
গ্রামে কি আনন্দ,
খালা বকে সে বকে
লোকে বলে মন্দ।

কিছুদিন পার হয়েছে
বেঁধে গেছে দ্বন্দ,
সুদে করে ঘুম দিয়েছে
চাকরী দিছে ছন্দ।

ছন্দ মামা চাকরী দিছে
ঘুষের বিনিময়,
একথাটা কেউ জানে না
কথা ছিল তায়।

লক্ষ কোটি বেকার যুবক
হাজার হাজার জ্ঞানী,
হারিয়ে যাচ্ছে আঁধারে
বিনা ঘুষে কোথায় চাকরী?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

Leave a Reply