0
কবিতা
দান
আফছানা খানম অথৈ
রোজা এলে দানের দুয়ার
খুলে হাজার গুন,
কিছু একটু দিলে পরে
সেলফি তোলেন খুব।
ফেসবুকে পোষ্ট করে
করেন বাহাদুরি,
দুচার টাকা দান করে
দেখান মহানঘিরি।
লাইক কমেন্ট শেয়ার
যখন আসে ভুরি ভুরি,
পড়ে দেখেন তাতে লেখা
হা হা হা হি হি হি হি।
আমজনতা হেসে বলেন
দুচার টাকা দান করে,
তোল কেনো সেলফি?
এমন দানে আল্লাহ হয়না খুশি।

0