কবিতা দান আফছানা খানম অথৈ

0

 

কবিতা
দান
আফছানা খানম অথৈ

রোজা এলে দানের দুয়ার
খুলে হাজার গুন,
কিছু একটু দিলে পরে
সেলফি তোলেন খুব।
ফেসবুকে পোষ্ট করে
করেন বাহাদুরি,
দুচার টাকা দান করে
দেখান মহানঘিরি।
লাইক কমেন্ট শেয়ার
যখন আসে ভুরি ভুরি,
পড়ে দেখেন তাতে লেখা
হা হা হা হি হি হি হি।
আমজনতা হেসে বলেন
দুচার টাকা দান করে,
তোল কেনো সেলফি?
এমন দানে আল্লাহ হয়না খুশি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কামবাসনার খেলা

লালন গানে লালন তত্ত্বের চলে লালন মেলা, গাঁজার টানে ভক্তের চলে কামবাসনা খেলা। আমির সাথে আমির পেতে লালন গাহে গান,

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

এসো সালমান ভক্ত

সালমান শাহর ভক্তগণে সঠিক বিচার চায়, সালমান ভক্ত শান্তি পাবে যদি বিচার পায়। নির্মম ভাবে হত্যা করেই কেড়ে নিলো প্রাণ,

লেবাসধারী নেতা

ভোটের আগে লেবাস পরে দেশের নেতা গণ , জনের দেখে নেয় জড়িয়ে কী দরদী মন, শহর থেকে পাড়া মহল্লায় ঘুরছে

Leave a Reply