কবিতা নামাজ আফছানা খানম অথৈ

0

নামাজ
আফছানা খানম অথৈ

নামাজ বেহেশতের চাবি
নামাজ পড়লে হবে জান্নাতি,
নামাজ পড়লে রিযিক বাড়ে
বাড়ে দেহের সৌন্দর্য।
নামাজ পড়লে প্রভুর প্রিয় হবে
রাসুল মোদের সঙ্গী হবে,
মানব জমিনে সম্মান পাবে
জনগনের সর্দার হবে।
নামাজ হলো ফরজ
করা যাবেনা কখনো খেলাফ,
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ
প্রত্যেক মুসলিমের পড়া গরজ।
এক ওয়াক্ত নামাজ করলে কাজা
পেতে হবে কঠিন সাজা,
ফরজে আইন বাধ্যতামূলক
করতে হবে সবাইকে পালন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply