0
সফল হবার স্বপ্ন দেখলে
নির্ণয় করো দিক,
সময় জ্ঞানে চিন্তা ভাবনা
করতে হবে ঠিক।
বিশ্বাস নিয়ে ধারণ করো
অর্জন গুলো পাবে,
উচ্চে উঠার স্বপ্ন আঁকলে
পৌঁছে সেথায় যাবে।
লক্ষ্য ছাড়াই সফল হওয়া
এতো সহজ নয়,
দিকটা পেলে লক্ষ্য পৌঁছে
সফল ব্যক্তি কয়।
দিকটা ছাড়া বৃথাই যাবে
জীবন চলার গতি,
সফল হওয়া কঠিন তবে
যতই থাকুক মতি।
নিজের স্বপ্ন পূরণ করতে
তবেই যদি চাও,
সবার আগে দিকটা খুঁজে
ভেবে চিন্তে নাও।
সফল হবার জন্য যাঁরাই
স্বপ্ন এঁকে গেছে,
দিকটা নিয়ে সময় জ্ঞানে
চলছে তাঁরা শেষে।
0