0
কোন্ স্বার্থের মুসলিম তুমি
এই না ভবের মাঝে,
পরের হিতে নিবিড় থেকে
ডাকো দ্বীনের কাজে।
নামাজ পড়ো রোজা রাখো
দাওয়াত দিয়ে যাচ্ছো,
তার বিনিময় ক্যামনে তবে
নিজের স্বার্থ চাচ্ছো।
নামাজ রোজা আমলখানা
কেনো তবে ভিন্ন,
কোন্ স্বার্থের আঘাত পেলে
করো বন্ধন ছিন্ন।
নিজের স্বার্থ প্রভুর স্বার্থে
কোনটা তবে দামি,
স্বার্থ রক্ষায় ঝগড়ায় লিপ্ত
যেথায় মুক্তি/কামি।
নিজের জ্ঞাণে ভাবছো তুমি
আছো সঠিক পথে,
এমন ভাবে মুসলিম কেনো
চলছে ভিন্ন মতে।
নিজের স্বার্থে মসজিদে ও
করো হানাহানি,
একই কোরান হাদিস নিয়ে
ভিন্ন জানা জানি।
0