আমি যদি সরকার কলিমুল্লাহ হতাম তাহলে কি করতাম? মানুষকে সব আনন্দে আনন্দে ভরিয়ে দিতাম।যে যা চাইত তাকে তা দিতাম; যার কাপড় লাগত তাকে কাপড় দিতাম, যার খাবার লাগত তাকে খাবার দিতাম, যার টিনের চাল লাগত তাকে টিনের চাল দিতাম, কেউ যদি বলত আমি সাত দিন না খেয়ে আছি আমি তাকে সাত বছরের খাবার একসাথে দিয়ে দিতাম।তো আজ সবাই উপোস করে মর’ছে এর কারন কি? আজ কোন সরকার কলিমুল্লাহ নাই।তাহলে?
একজন সরকার কলিমুল্লাহ সৃষ্টি করতে হবে। সেটা কিভাবে? কলিমুল্লাহকে বলতে হবে’ তুমি হাতে কোদাল নাও, শাবাল নাও, ক্ষুর- কাছি নাও তাতেই যদি কিছু হয়।আর তাতে যদি কিছু হয় তাহলেই সবার কিছুনাকিছু হবে। ‘
কলিমুল্লাহ যদি তাতে নিমরাজি হয়? টস্ করে গালে এক চড় বসিয়ে দিতে হবে। আর তাতে সে নিশ্চয়ই নিজেকে কলিমুল্লাহ হওয়ার রাস্তায় দান করে দেবে।
কিন্তু দেখা গেল হঠাৎ কলিমুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে তখন? এক কলিমুল্লাহ’র চিন্তা বাদ আরেক কলিমুল্লাহ’র চিন্তা করতে হবে। কিন্ত আরেক কলিমুল্লাহ যদি না পাওয়া যায়? নতুন কলিমুল্লাহ’র খোঁজে নামতে হবে। কিন্তু কোন কলিমুল্লা’ই যদি ধরা না দেয়?সব কলিমুল্লাহ একসাথে করে গুলিয়ে আটারর বস্তা বানাতে হবে। তাতে? কলিমুল্লাহরা কলিমুল্লাহ হওয়ার প্রতিযোগিতায় নিজেকে সমর্পণ করবে।
এবার বল দেখা গেল একদিন কলিমুল্লাহ হঠাৎ রাস্তার ধারে পড়ে আছে, তাকে দেখবার কেউ নেই তার হাত-পা বাঁধা তখন? আমাদের সবাইকে কলিমুল্লাহ হয়ে যেতে হবে!