0
আমি একদিনের জন্যও তোমাকে ভালবাসিনি অথচ তুমি আমাকে ভালবেসেছ হাজার বছর। তার মানে? আমি তোমার সাথে প্রতারণা করেছি।এই এই প্রতারণার কারন কি? তুমি আমার সাথে ভালবাসার নামে শুধুই ছলনা করেছ।তাহলে তোমার সাথে প্রতারণা করা উচিত ছিল কত বছর? কুড়ি হাজার বছর। আমি কি কুড়ি হাজার বছর প্রতারণা করেছি? না।তাহলে? সবটুকুই বাকী।তাহলে? কবে কুড়ি হাজার বছর পুরা হবে কবে তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিতে পারব।তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিতে না পারলে যে আমি একটুও শান্তি পাবনা।

0