0
প্রবাস থেকে স্বদেশ নিয়ে
কুট কৌশলে লিপ্ত,
তাহার এহেন কর্মকান্ডে
দেশবাসী যে ক্ষিপ্ত ।
লেখক গল্পে কুলটা নারী
তসলিমা তাঁর নাম,
কাব্য লিখেই সমাজ নষ্ট
করায় তাহার কাম।
সমাজ চোখে কুলটা তিনি
ঘৃণিত এক নারী,
আঁধার রাতে প্রাণের ভয়ে
প্রবাসে দেয় পাড়ি।
অশ্লীল গল্পে লেখেন কাব্য
এমনি এক বেটি,
প্রবাস থেকে স্বদেশ নিয়ে
কুৎসা রটায় নটী।
অর্ধেক বেডা অর্ধেক নারী
রূপেই এমন সাজ,
এমন ভঙ্গি করতো কি আর
থাকতো যদি লাজ।
ধর্মের কথা শুনলে নটীর
গায়ে জ্বলন জ্বলে,
ধর্মের নামে বিদ্বেষ ছড়ায়
নটী তাহার ফলে।
কোনো ধর্মের প্রতি সে তো
বিশ্বাস নাহি মানে,
নাস্তিকবাদী লেখক নটী
সকল জনে জানে।

0