0
মানব জাতি ধর্মের জন্যেই
ধরায় বুঝি সৃষ্টি,
জাতি বিভেদ করছে তবে
ভিন্ন ভিন্ন কৃষ্টি।
মানব জাতি করে পালন
স্বজাতির ঐ ধর্ম,
ধর্মের জ্ঞানে ডুব দিয়েও
বোঝে নাহি মর্ম।
মুসলিম জাতি ভিন্ন ধর্মের
মন্দির রক্ষা করে,
মুসলিম হলে সহনশীল তো
হবে সবার তরে।
পাক কিতাবে আছে লিখুন
জ্ঞানী জনেই মানে,
কোনো ধর্মের ক্ষতি সাধন
নয়তো কাম্য জানে।
মসজিদ ভেঙ্গে মন্দির করো
কেমন প্রথা নীতি,
কোন্ সন্ন্যাসী বলছে তবেই
এটা ধর্মের রীতি।
কোন্ গোঁড়ামি দৌলতে যে
করো এমন ঘাত,
ধর্মের প্রতি আঘাত দিয়ে
চাচ্ছো রক্তপাত।
কোন্ তপস্যা মসজিদ ভাঙ্গা
বলবে তবে ঠিক,
অধম পাপী সে-ই তপস্যার
শত সহস্র ধিক।
0
ভালো লিখেছেন কবি