প্রিন্টার

কোন প্রিন্টার সবচেয়ে ভালো?

play icon Listen to this article
0

বন্ধুরা, ভাবছেন প্রিন্টার কিনবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন প্রিন্টারটি সবচেয়ে ভালো হবে বা কোনটি আপনি কিনবেন? হ্যা এমনটাই ত হওয়া উচিৎ বা হয়। তাহলে আর দেরি কেনো চলুন জেনে নেই সবচেয়ে ভালো প্রিন্টার কোনটি।

 

বন্ধুরা সবচেয়ে ভালো Printer কোনটি সেটা জানার আগে জানতে হবে আপনি প্রিন্টারটি কোথায় ও কীভাবে ব্যবহার করবেন। আমরা সাধারনত ব্যাক্তিগত কাজে, ব্যবসায়িক কাজে বা অফিস আদালতের কাজে ব্যবহার করে থাকি। এই ব্যবহারের ধরনের উপর নির্ভর করে আপনাকে জেনে নিতে হবে আপনার জন্য কোন প্রিন্টারটি ভালো বা উপযুক্ত। 

 

তার আগে চলুন দেখে আসি কত ধরনের প্রিন্টার আছে এবং সেগুলি কী কি ভাবে কর্ম সম্পাদন করে থাকে। কয়েক ধরনের প্রিন্টারের ভিতরঃ ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, লেবেল প্রিন্টার, কার্ডপ্রিন্টার, ডট প্রিন্টার, পোজ প্রিন্টার ইত্যাদি। 

 

বন্ধুরা উপরিউক্ত প্রত্যেকটি প্রিন্টারই কোন না কোন কাজে বিশেষভাবে পারদর্শী। যেমন, নাম দেখেই আমরা অনুমান করে নিতে পারি কার্ডপ্রিন্টার সাধারনত কার্ডপ্রিন্টিং এর কাজে বেশি পারদর্শি। আপনার যদি কোন দোকান বা প্রেস থাকে তাহলে সেখানে ভিটিং কার্ড বা জন্মদিন, বিয়ের কার্ড ইত্যাদি কাজের অর্ডার পেয়ে থাকবেন। তো এই ধরনের কাজের জন্য যে ধরনের প্রিন্টার আপনি ব্যবহার করবেন তা হলো কার্ডপ্রিন্টার।

 

বন্ধুরা এরপর আসুন লেবেল প্রিন্টারের আলচনায়। লেবেল প্রিন্টার সাধারনত বিভিন্ন ধরনের গারমেন্টসের লেবেল, ট্যাগ ইত্যাদির জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আপনি দেখবেন আপনার টি শার্ট, গেঞ্জি বা জামার সাথে এক্টুকরো ছোট্ট সাদা কাপড় ব্যবহার করা হয়েছে। এই সাদা পলেস্টারের কাপড়ের গায়ে দাগদাগ দেয়া লেবেল আছে যা প্রিন্ট করা সাধারন কোন প্রিন্টারের কাজ নয় তাই এটি প্রিন্ট করার জন্য যে প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে তা হলো লেবেল প্রিন্টার। 

তবে বন্ধুরা বাসাবাড়িতে ব্যাক্তিগত কাজের জন্য তেমন কোন দামি প্রিন্টারের প্রয়োজন নেই। কিন্তু ভালোমানের নিশ্চয়তা দরকার, তাই এই সকল ক্ষেত্রে আপনি ইঙ্কজেট প্রিন্টারটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ সাধারন কাজে খুব বেশি প্রিন্ট করা প্রয়োজন না হলে আপনি ইঙ্কজেট প্রিন্টারটি ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। 

 

কিন্তু আপনার প্রিন্টারের গতি যদি খুব বেশি লাগে যেমন কিছু কিছু অফিস বা ব্যবসায়িক কাজে অতিরিক্ত পরিমানে হার্ডকপির প্রয়োজন পড়ে সেখানে লেজার প্রিন্টারের কোন বিকল্প নেই। কারন লেজার প্রিন্টারে যেভাবে গতি আছে সেভাবেই আবার অনেকগুলো পেজ প্রিন্ট করার ফলে খরচও অনেক কম পড়ে। 

তবে বন্ধুরা কোন ব্রান্ডের প্রিন্ট আপনি কিনবেন এর জন্য আপনি আপনার প্রয়োজনমত একটু সার্চ করে দেখতে হবে। কারন এটার সাথে আপনার বাজেটও জড়িত। 

বন্ধুরা, আপনাদের ডকুমেন্টস সফট কপি রাখার পাশাপাশি হার্ডকপিও রাখুন। আর সঠিক প্রিন্টারটি ব্যবহার করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভেছা নিরন্তর।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Hamid Khan

Author: Hamid Khan

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।
Apple iphone 14

বাজারে আসছে আইফোন ১৪

আইফোন ১৪: অ্যাপল বিষয়ক খবরের ওয়েবসাইট আইড্রপনিউজের বরাতে ‘টেকরেডার’ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সেপ্টেম্বরের ১৩ তারিখই মুক্তি পেতে পারে অ্যাপলের নতুন আইফোন ১৪।সেপ্টেম্বর মানেই
অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ কি

অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operation System Software) কী? অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজ লিখ: উত্তর: সিস্টেম সফটওয়্যার (System Software) হলো কম্পিউটারের হার্ডওয়্যার
ইউটিউব থেকে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

ইউটিউব থেকে আয় করার অনেক রকম উপায় আছে। এই লেখাটিতে আয় করার উপায়সহ ইউটিউব সম্পর্কিত আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে

Leave a Reply