0
তোমার বাবা যেদিন প্রথম তোমার নাম রেখেছিল সেদিন কি ভেবেছিল? আমার মেয়েকে কেউ একজন ভালবাসবে। আজ কি তার মেয়েকে কেউ ভালবাসে? হ্যাঁ, বাসে। কিন্তু সে তার নাম ধরে ডাকেনা।তাহলে? তোমার বাবার দেওয়া নাম পুরোপুরি ব্যর্থ।তুমি কেন এ নামের অধিকারী হলে, এ নামের অধিকারী না হলেতো তোমাকে অনেক ভাল লাগত।”এ নামের অধিকারী হয়েছি যেদিন বাবা মাছ ধরতে খলুই নিয়ে যাচ্ছিলেন একজন বলেছিল, তুমি তোমার মেয়ের এ নাম রেখো।” “তাহলে তুমিও খলুই নিয়ে বের হও।”

0