লেখা: নগরীর অবস্থা ; লেখক: জোবায়ের হোসাইন সাকিব

1

নগরীর অবস্থা

জোবায়ের হোসাইন সাকিব

নগরীর অবস্থা ভালো নেই
পুড়ছে শহর, জ্বলছে কারো ঘর
এ নগরীর দেয়ালে দুঃখ লেখা
হাজারো বিদ্রোহী বাণীতে ঢেকেছে চত্বর।

নগরীর অবস্থা ভালো নেই
আরো ভালো নেই চোখ, ঘুম নেই রোজরোজ
পকেট টা হচ্ছে ছোট , রুমে বন্দী আর কত!
পাওনাদারদের গোলাম করেছো শোকজ.।

নগরীর অবস্থা ভালো নেই
সুদে বুদ, তাতে শুর তোলে একদল জানোয়ার
বকসিসে বন্ধু বোনে আমলাতন্ত্রে,অফিসি যন্ত্রে
আমি সৎ তাই আজ শকুনের পাহারাদার।

নগরীর অবস্থা ভালো নেই
জালিয়াতি-জুলুম টিকে যাচ্ছে বহুত
মনের খায়েশ সব এক ঢোকে গিলে খাই
জীবনের হয়রানি মস্তিষ্কে করছে বুববুদ।

সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Md. Zobayer Hossain Sakib

Author: Md. Zobayer Hossain Sakib

আমি মো: জোবায়ের হোসাইন সাকিব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply