0
খোকন সোনা বসছে সেজে
নতুন জামা গায়,
মামার সাথে খোকন সোনা
চিড়িয়াখানা যায়।
বলছে ডেকে মামার সাথে
সিংহ রাজা কই?
বইয়ের মাঝে দেখি সিংহ
ভীতু কিন্তু নই।
বাঘের গায়ে হাত বুলিয়ে
কত্তো টানি কান,
রাগে ক্ষোভে বাঘটা যেন
করে ঘ্যাণ ঘ্যাণ।
খরগোশ ভীষণ চালাক দেখি
যায় না ধরা তার,
মায়ের কাছে নালিশ দিছি
খর্গো জানি কার।
দুষ্টু বানর লাফায় লাফায়
ধরে গাছের ডাল,
দেখবো আজি কেমন আছে
ঐ বানরের হাল।
0