0
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনও ভাল লেগেছিল, আজ দেখলাম আজও ভাল লাগল।তার মানে? তোমাকে দেখলেই ভাল লাগে। তোমাকে এত ভাল লাগে কেন? এত ভাল লাগলে যে আমি ঠিক থাকতে পারিনা। এত ভাল লাগে কারন তোমার মাথায় গন্ডগোল আছে। তাহলে আজই আমি গন্ডগোল ঠিক করব।।গন্ডগোল ঠিক করতে হলে তোমাকে আমার সাথে বাবলা বনে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে বাবলা বনেই যাব।এতক্ষণে তোমার গন্ডগোল ঠিক জায়গায় আসল।

0