0
শুনেছি তুমি গান কর, কি গান কর আমাকে একটু শোনাওতো।না আমার কাছে শোনানোর মত কোন গান নেই। তাহলে তুমি কিসের গাননেওয়ালা! কাল রাতে যে গানটি শুনেছি সেটি কি শোনাবে? না, সেটি আরেকজনের জন্য। তাহলে তোমাকে যে গাননেওয়ালা উপাধি দিয়েছিল ভুল করেছিল।
তুমি কি এ ভুল শুধরানোর সুযোগ আমাকে দেবে? না।তাহলে তোমাকে একটুও গাননেওয়ালা বলা যাবেনা।
গাননেওয়ালারা কি করে? সারাক্ষণ শুধু গান শোনায়। অথচ আজ তুমি আমাকে একটু গানও শোনালেনা; এ কেমন গানওয়ালা, এ কেমনগানওয়ালা, এ তো শুধু বাজনেওয়ালা।

0