0
ভালবাসার বাগানে কত ফুল ফোটে। সবচেয়ে সুন্দর গোলাপ।তুমি আমাকে সেই গোলাপ দিলে, আমি তোমাকে কি দেব? আমি তোমাকে দেব সেই গোলাপ যে’ গোলাপের কোন তুলনা নাই।সে’ গোলাপ কি? কাল গোলাপ। হে কাল গোলাপ তুমি চিরতরে আমার হয়ে যাও, আমার, তানাহলে আমার কিছু ভাল লাগবেনা।
তুমি যদি এক মুহূর্ত দেরী কর, আমি করব লক্ষ কোটি মুহূর্ত কারন তোমাকে ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

0