0
পৃথিবীতে যত ফুল আছে সবচেয়ে সুন্দর কি? গোলাপ। অথচ সেই গোলাপ তুমি ভালবাসনা।ভালবাস কাঁটা লতা।কাঁটা লতা ভালবেসে কি হবে? তুমি গোলাপই ভালবাস কারন গোলাপই তোমাকে মানায়।তোমার কি মনে নেই ঐ যে ঐ দিন হুর পাহাড়ের কাছে গিয়ে আমাকে একটি গোলাপ উপহার দিয়েছিলে কিনা আনন্দ হয়েছিল।সেই কথা কি ভুলে গেছ? যে কথা একবার বলে তা কি ভোলা যায়? কাজেই গোলাপই ভালবাস গোলাপই তোমাকে মানায়।
গোলাপ ভালবাসতে গেলে একটু বিপদ আছে, গোলাপে অনেক কাঁটা থাকেতো, কোন কাঁটা কখন বিঁধে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ; কাজেই গোলাপই ভালবাস গোলাপই তোমাকে মানায়।

0