চলো মুসলিম

play icon Listen to this article
0

বজ্র হুংকার চলো মুসলিম।
আছে হিম্মত সামনে চল,
বিপুল ধ্বংসে গুড়িয়ে দাও,
ছাড়ো কামান কালানল।

লড়াই করো বীরের মতো।
নিপাত করো কাফের দল,
দেখাও আজি তেজি দেহের
আছে অটুট শক্তির বল।

নিষ্ঠুর দানব বেদ্বীন জাতি
মোদের আজি চক্ষুশূল।
মুজাহিদ বীর ভাঙ্গরে কপাট
উপড়ে ফেলো দূষিত মূল।

ছিনিয়ে আজ আনবো বিজয়
চল রে মুজাহিদের দল,
শহীদ রক্তে রঞ্জিত হোক
নির্ভীক অটুট মনোবল।

নিখিল অখিল উর্ধ্ব গগন
উড়বে নিশান কালিমার,
চল মুজাহিদ উল্কা বেগে
আজি করি সব চুরমার।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply