চার বাড়ির খেলা

play icon Listen to this article
0

ঈদ আনন্দে বিভোর সবাই

সম্যক প্রয়াস নিয়ে,

সেই আনন্দ বিরাজ করবে

ফুটবল খেলা দিয়ে।

শেখ রাসেল স্মৃতির উদ্যোগে

হবে ফুটবল খেলা,

ফুটবল প্রেমী দর্শক শ্রোতার

কাটবে দারুন বেলা।

চার বাড়ির ঐ সমন্বয় আজ

ফুটবল খেলা হবে,

ঈদ আনন্দে….সবার মাঝে

প্রীতির বন্ধন রবে।

ফুটবল খেলায় মুখর ধ্বনি

দেখবে কাছার বাড়ি,

সব দলের যে দর্শক মোরা

নেইতো কোনো আড়ি।

খেলোয়াড়দের ছন্দের খেলা

সবার মুগ্ধ করে,

কাছার বাড়ির মাঠ খানি যে

কানায় কানায় ভরে,

চার বাড়ির ঐ মধ্যে মোদের

মেসি নেইমার আছে,

তাদের সুনাম ছড়ায় খ্যাতি

দর্শক শ্রোতার কাছে।

জমবে খেলা আগের মতই

দেখবে সবাই মিলে,

চোখ ধাঁধানো খেলবে তারা

করতালি দিলে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জুতাপেটা

তোমার নামও সুন্দর আমার নামও সুন্দর। অথচ কে যেন বলছে আমরা সুন্দর নই।এটা কি ঠিক?  এটা ঠিক নয়।তাহলে তাকে কি

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

One Reply to “চার বাড়ির খেলা”

Leave a Reply