0
ঈদ আনন্দে বিভোর সবাই
সম্যক প্রয়াস নিয়ে,
সেই আনন্দ বিরাজ করবে
ফুটবল খেলা দিয়ে।
শেখ রাসেল স্মৃতির উদ্যোগে
হবে ফুটবল খেলা,
ফুটবল প্রেমী দর্শক শ্রোতার
কাটবে দারুন বেলা।
চার বাড়ির ঐ সমন্বয় আজ
ফুটবল খেলা হবে,
ঈদ আনন্দে….সবার মাঝে
প্রীতির বন্ধন রবে।
ফুটবল খেলায় মুখর ধ্বনি
দেখবে কাছার বাড়ি,
সব দলের যে দর্শক মোরা
নেইতো কোনো আড়ি।
খেলোয়াড়দের ছন্দের খেলা
সবার মুগ্ধ করে,
কাছার বাড়ির মাঠ খানি যে
কানায় কানায় ভরে,
চার বাড়ির ঐ মধ্যে মোদের
মেসি নেইমার আছে,
তাদের সুনাম ছড়ায় খ্যাতি
দর্শক শ্রোতার কাছে।
জমবে খেলা আগের মতই
দেখবে সবাই মিলে,
চোখ ধাঁধানো খেলবে তারা
করতালি দিলে।
0
ভালো লিখেছেন কবি