চার বাড়ির খেলা

0

ঈদ আনন্দে বিভোর সবাই

সম্যক প্রয়াস নিয়ে,

সেই আনন্দ বিরাজ করবে

ফুটবল খেলা দিয়ে।

শেখ রাসেল স্মৃতির উদ্যোগে

হবে ফুটবল খেলা,

ফুটবল প্রেমী দর্শক শ্রোতার

কাটবে দারুন বেলা।

চার বাড়ির ঐ সমন্বয় আজ

ফুটবল খেলা হবে,

ঈদ আনন্দে….সবার মাঝে

প্রীতির বন্ধন রবে।

ফুটবল খেলায় মুখর ধ্বনি

দেখবে কাছার বাড়ি,

সব দলের যে দর্শক মোরা

নেইতো কোনো আড়ি।

খেলোয়াড়দের ছন্দের খেলা

সবার মুগ্ধ করে,

কাছার বাড়ির মাঠ খানি যে

কানায় কানায় ভরে,

চার বাড়ির ঐ মধ্যে মোদের

মেসি নেইমার আছে,

তাদের সুনাম ছড়ায় খ্যাতি

দর্শক শ্রোতার কাছে।

জমবে খেলা আগের মতই

দেখবে সবাই মিলে,

চোখ ধাঁধানো খেলবে তারা

করতালি দিলে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

One Reply to “চার বাড়ির খেলা”

Leave a Reply