চাষি আমি ভাই

0

গাঁয়ের চাষি খেত খামারে
ফসল বুনি রোজ,
ফসল ফলায় নিত্যদিনে
অন্নের করি খোঁজ।

পাড়াগাঁয়ের খেটে খাওয়া
চাষি আমি ভাই,
খেত খামারে ফসল বুনে
শান্তি খুঁজে পাই।

শহর থেকে অনেক দূরে
পল্লীতে মোর বাস,
ফসল বুনার চাষাবাদে
কাঁটে বারো মাস।

শহরের ওই বাবুর মতো
আরাম নাহি খুঁজি,
গায়ের ঘামে চাষাবাদে
ঘরে উঠাই রুজি।

ফসল দেখে অপার সুখে
মনটা ভরে যায়,
ফসলের ওই ঘ্রাণটা সবে
সব খানেতে পায়।

খাদ্য ঘাটতি মেটাই তবে
মনেতে পাই সুখ,
খেতে ভরা ফসল দেখেই
ভুলে থাকি দুখ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাজার ও মানবতা

  বাইরে বৃষ্টির ভাব। মনে হচ্ছিল, এখনই অঝোরে বৃষ্টি নামবে। কিন্তু কিছু করার নেই — আমাকে বের হতেই হবে। রোগী

গল্প ডিভোর্স মেয়ে আফছানা খানম অথৈ

গল্প ডিভোর্সি মেয়ে আফছানা খানম অথৈ তানহার বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে যায়।শিক্ষিত সুন্দরী চাকরীজীবি তবুও সংসার টিকাতে পারলো

কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ

#কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ পলাশ সাহার জীবনে এসেছিল এক রমনী বিবাহ বন্ধনের মাধ্যমে হলো সে ঘরনী। প্রথম

বিদেশে রয় বেশ

রাজনীতির ঐ লাভটা ভেবে দলে দিচ্ছে যোগ, টাকা কামায় রাজার বেশে করবে নাকি ভোগ। হঠাৎ করেই দালান কোঠা গড়তে যারা

One Reply to “চাষি আমি ভাই”

Leave a Reply