0
গাঁয়ের চাষি খেত খামারে
ফসল বুনি রোজ,
ফসল ফলায় নিত্যদিনে
অন্নের করি খোঁজ।
পাড়াগাঁয়ের খেটে খাওয়া
চাষি আমি ভাই,
খেত খামারে ফসল বুনে
শান্তি খুঁজে পাই।
শহর থেকে অনেক দূরে
পল্লীতে মোর বাস,
ফসল বুনার চাষাবাদে
কাঁটে বারো মাস।
শহরের ওই বাবুর মতো
আরাম নাহি খুঁজি,
গায়ের ঘামে চাষাবাদে
ঘরে উঠাই রুজি।
ফসল দেখে অপার সুখে
মনটা ভরে যায়,
ফসলের ওই ঘ্রাণটা সবে
সব খানেতে পায়।
খাদ্য ঘাটতি মেটাই তবে
মনেতে পাই সুখ,
খেতে ভরা ফসল দেখেই
ভুলে থাকি দুখ।

0
ভালো লিখেছেন কবি