0
একদিন আগেও তুমি আমার ছিলে। অথচ আজ তুমি আমার নয়।কেন? তোমার মাথায় নতুন চুল গজিয়েছে। তুমি এ চুল ছিঁড়ে ফেল।তুমি যদি এ চুল না ছিঁড় তোমাকে বলব, তুমি আমার ডাইনী।তুমি কি কারো ডাইনী হয়ে বাঁচতে চাও? যদি না চাও এক্ষুনি এ চুল ছিঁড়ে ফেল।
ডাইনীরা কখনও খায়না,ঘুমায়না, স্বপ্ন দেখেনা; তারা শুধু লাল নীল বা’তি গুনে। তুমি কি সেই লাল নীল বা’তির অধিকারী হতে চাও? কাজেই তুমি তোমার এ চুল ছিঁড়ে ফেল।
0
অসাধারণ
অনেক ধন্যবাদ।