0
এই দেশেতে সবাই মিলে
থাকব তবে বেশ,
যখন হবে দেশটা মোদের
জনগণতন্ত্র দেশ।
কামার কুমার জেলে তাঁতি
জনগণতন্ত্র জোট,
এমন হলেই সবাই দিবেন
মহানন্দে ভোট।
জনের হাতে গড়া শাসক
মিটায় জনের আশ,
গানের সুরে কৃষক শ্রমিক
করবে জমিন চাষ।
সাদা কালো সবাই সমান
জাতি বিভেদ নয়,
সহজ ভাষায় বলবে কথা
পাবে নাকো ভয়।
কাজের মাঝে সমান ভাবে
পাবে সবাই মান,
দেশের মায়ায় দেশের প্রতি
রবে সবার টান।

0