0
জুম্মার দিন
মোঃ রুহুল আমিন
জুম্মার দিনে একটু আগে
কাজ গুছিয়ে নাও,
আযান হলে গোসল সেরে
মসজিদ ঘরে যাও।
প্রথম কাতার দখল করে
যে দাঁড়িয়ে যায়,
কবুল হজের সওয়াব সম
অধিক নেকী পায়।
জুম্মার দিনে খুতবা শ্রবণ
করো গভীর ভাবে,
আমল নামায় নামাজ পড়া
সওয়াব তবে পাবে।
আতর সুরমা আর সুন্নাতি
জামা গায়ে পরে,
জুম্মার নামাজ পড়বে সবে
চলো খোদার ঘরে।
নামাজ শেষে দুহাত ওঠায়
চাইলে পাবে মাফ,
জুম্মা থেকেই পরের জুম্মা
জমানো ওই পাপ।
জুম্মার দিনে অশেষ রহম
করেন খোদা দান,
খুশি হইলে মুমিন বান্দার
বাড়িয়ে দেন মান।
0
ভালো লিখেছেন কবি