0
সব সত্য: আকাশ সত্য, বাতাস সত্য, সত্য নদীর পানি। শুধু সত্য নও একমাত্র তুমি। সেই তুমি আমাকে ভালবাসলে, এখন আমি তোমাকে কি বলব, নদীর পানি? নদীর পানি বললে কম হয়ে যায়। বলতে হবে, নদীর পানিতে কত ঢেউ।আসলে কি নদীর পানিতে ঢেউ….? অবশ্যই তানাহলে এত ঢেউ কেমন করে সৃষ্টি হল।
ঢেউ এর খেলা কে না ভালবাসে? সবাই ভালবাসে। তাইতো তুমি? “সারাক্ষণ ঢেউ দিয়ে যাও।”
ঢেউ দিতে দিতে আমাকে পাগল করে তোল, যেন ঢেউ ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

0