0
যদি এমন হয় তালগাছ’ আর তালগাছ নেই তখন তোমার কি মনে হবে? দুঃখ হবে, আহা এ একদিন তালগাছ ছিল। আমাদের মাঝে কি এরকম তালগাছ আছে? অনেক আছেঃ কারো ঢাল নেই, কারো পাতা নেই, কারো জট্ নেই। তাহলে এরকম তালগাছ নিয়ে আমাদের কি দুঃখ করা উচিত? হ্যাঁ, করা উচিত। আমরা কি দুঃখ করি? না। তাহলে তালগাছ’ তালগাছ বলা আমাদের কি ঠিক? না কখনই ঠিক নয়; কারন, যার দু’খে সায় দিতে পারিনা তার সুখে সায় দেওয়া তো ঠিক নয়।
তাহলে? আমাদের এখন থেকে তালগাছ’ তালগাছ না বলে অন্য কিছু বলা যায় কিনা তা চিন্তা করা দরকারনা?
0