0
তুমি আমার আমি তোমার–এই কথা ছাড়া কোন কথা আছে? না।এই কথা ছাড়া কোন কথা থাকলে কি হত? সবাই মরে যেত। আজ কি কেউ মরেছে? না।তার মানে? এই কথা ছাড়া কোন কথা নাই। এবার বল এই কথা সত্যি হল কি করে? কোন একদিন তুমি আমার ছিলে, আমি তোমার ছিলাম। আজ কি তুমি আমার আমি তোমার? না।তাহলে? আবার যদি বলতে পারতাম, তুমি আমার আমি তোমার। আবার যদি বলতে পারি, তুমি আমার আমি তোমার তাহলে কি হবে? আকাশে এমন একটি ফুল ফুটবে যে ফুলের কোন তুলনা নাই।সে ফুলের রং কি? লাল।সে ফুল কয়বার হাসে? দশবার।তাহলে? সে ফুলটি কখন ফুটবে সেটাই এখন শুধু অপেক্ষায় থাকা।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি
0