“যদি সূর্যটা পূর্বদিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হয় তাহলে কি হবে? সবাই আশ্চর্য হয়ে যাবে, বলবে, সূর্য তো পূর্ব দিকে উদিত হওয়ার কথা। আজ আমার আশ্চর্যের দিন কারন, আজ তুমি আমাকে ভাল না বেসে অন্য একজনকে ভালবাস।তাকে ভালবাস কেন? তার এমন একটি জিনিস আছে যার জন্য তুমি পাগল।তুমি আমাকে বল সেই জিনিসটা কি আমি সেটা জবাই করে খাব।” “না না সেটা জবাই করে খাওয়া সম্ভব নয়।” “তাহলে সেটা কোরমা করে খাব।” “সেটা কোরমা কর খাওয়াও সম্ভব নয়।” “তাহলে সেটা নীল নদের পানিতে নিক্ষেপ করব।” “নীল নদের পানিতে নিক্ষেপ করেও সেটা কিছু হবেনা। “তাহলে সেটা আগুনে পুড়িয়ে ছাই করে ফেলব যেন কেউ কোনদিন না দেখে।” “তাহলে সেটা আগুনে পুড়িয়েই ছাই করে ফেল যেন সেটা কোনদিন আমার চোখের সামনে ভেসে না উঠে। “
“এই যে ছাই করতেছি, এখন তুমি শুধু আমার।” “হ্যাঁ এখন আমি শুধুই তোমার । ” ” আর কারো ক্ষমতা নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবার।” ” হ্যাঁ ঠিকই বলেছ, এখন আমি শুধুই তোমার, আর কারো ক্ষমতা নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবার। “
