0
তোমার পায়ের নুপূরের শব্দ আমার খুব ভাল লাগে, তুমি কি আমাকে তোমার পায়ের সে নুপুর দেবে? না, দেবনা।কেন? তুমি নুপুর দিয়ে কি করবে? দেখব আমাকে কেমন লাগে । না, দেখতে হবেনা। কেন? প্রেমিক প্রেমিকার নুপুর পরলে সেও প্রেমিকা হয়ে যাবে। আমিতো প্রেমিকাই হতে চাই।কেন? প্রেমিকা হলে বুঝব তুমি কি জিনিস, তখন তোমার প্রতি আমার ভালবাসা আরও বেড়ে যাবে। তাহলে আজই নুপুর দেব, তুমি একবার পরে দেখো।
এই যে পরলাম, এখন আমাকে ভাল লাগছেনা?
হ্যাঁ, অনেক ভাল লাগছে।
এজন্যই তো তোমাকে আমি ভালবাসি।
এবার বল, কাল বিকেলে কি করবে?
কাল বিকেলে আরও সুন্দর একটি নুপুর পরব।
তাহলে তুমি আমাকে সে নুপুর’ দিয়ো।
হ্যাঁ দেব।
তাইতো তুমি অনেক সুন্দর, বাবলা গাছের ডালের মত সুন্দর যে বাবলা গাছের ডালে চড়ুই পাখি এসে তার বাসা তৈরি করে।

0