0
যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে? তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে হবে, যে জিনিস সবসময় পূর্ব আকাশে ছিল তা পশ্চিম আকাশে এ তো অনেক দুঃখের ঘটনা। তাহলে? আজ আমার একটি দুঃখের দিন, কারন, যে’ তুমি কোন দিন আমার হওনি সেই তুমি আজ আমার হলে।তাহলে? তুমি আর কোনদিনই আমার হইওনা কারন, তুমি আমার হলে আমি দুঃখ পাই।

0