তোমাকে দেখলে মনে হয় কোন এক ফুল ফুটেছে ( প্রেমের কবিতা)

0

তুমি যখন বল ‘আমি তোমাকে ভালবাসি’ তখন আমি কি করি? আমি আনন্দে লাফাই।আর যখন বল, আমি তোমাকে ভালবাসিনা তখন আমি কি করি? দুঃখে কাঁদি।তাহলে কোনটি বেশি আনন্দের?  আনন্দে লাফানো।তুমি আমাকে চিরদিন এ আনন্দ  করার সুযোগ করে দিয়ো।

এবার বল কোন্ দিন তুমি আমার ছিলেনা?  তুমি আমার ছিলেনা সেই দিন যেই দিন বনলতা সেন জীবনানন্দের ছিল। তাহলে আমাকে কি করতে হবে?  বনলতাকে এ কথা বলতে হবে। বনলতা কি বলবে? বনলতা বলবে, তুমি এ স্মৃতি মুছে ফেল।আমি কি মুছে ফেলব? অবশ্যই মুছে ফেলব, তানাহলে আমার আনন্দ সর্বোচ্চ লেবেলে পৌছবে কি করে। এবার বল তুমি সেই দিনের স্মৃতি আর ফিরিয়ে আনবে কিনা।না, আর কখনও ফিরিয়ে এনোনা;আর কখনও ফিরিয়ে আনলে আমি মরে যাব ; কেউ কি সুখ ছেড়ে দুঃখ’ আপন করতে চায়?


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাজার ও মানবতা

  বাইরে বৃষ্টির ভাব। মনে হচ্ছিল, এখনই অঝোরে বৃষ্টি নামবে। কিন্তু কিছু করার নেই — আমাকে বের হতেই হবে। রোগী

গল্প ডিভোর্স মেয়ে আফছানা খানম অথৈ

গল্প ডিভোর্সি মেয়ে আফছানা খানম অথৈ তানহার বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে যায়।শিক্ষিত সুন্দরী চাকরীজীবি তবুও সংসার টিকাতে পারলো

কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ

#কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ পলাশ সাহার জীবনে এসেছিল এক রমনী বিবাহ বন্ধনের মাধ্যমে হলো সে ঘরনী। প্রথম

বিদেশে রয় বেশ

রাজনীতির ঐ লাভটা ভেবে দলে দিচ্ছে যোগ, টাকা কামায় রাজার বেশে করবে নাকি ভোগ। হঠাৎ করেই দালান কোঠা গড়তে যারা

Leave a Reply