0
তুমি যখন বল ‘আমি তোমাকে ভালবাসি’ তখন আমি কি করি? আমি আনন্দে লাফাই।আর যখন বল, আমি তোমাকে ভালবাসিনা তখন আমি কি করি? দুঃখে কাঁদি।তাহলে কোনটি বেশি আনন্দের? আনন্দে লাফানো।তুমি আমাকে চিরদিন এ আনন্দ করার সুযোগ করে দিয়ো।
এবার বল কোন্ দিন তুমি আমার ছিলেনা? তুমি আমার ছিলেনা সেই দিন যেই দিন বনলতা সেন জীবনানন্দের ছিল। তাহলে আমাকে কি করতে হবে? বনলতাকে এ কথা বলতে হবে। বনলতা কি বলবে? বনলতা বলবে, তুমি এ স্মৃতি মুছে ফেল।আমি কি মুছে ফেলব? অবশ্যই মুছে ফেলব, তানাহলে আমার আনন্দ সর্বোচ্চ লেবেলে পৌছবে কি করে। এবার বল তুমি সেই দিনের স্মৃতি আর ফিরিয়ে আনবে কিনা।না, আর কখনও ফিরিয়ে এনোনা;আর কখনও ফিরিয়ে আনলে আমি মরে যাব ; কেউ কি সুখ ছেড়ে দুঃখ’ আপন করতে চায়?

0