0
জানি তুমি এখন আর আমাকে আগের মত ভালবাসনা।ভালবাসনা কেন? আমি আর আগের জায়গায় নেই ; আমি কোথায় যেন হারিয়ে গেছি! তুমি কি চাও? আমি সেই আগের জায়গায় ফিরে যাই। ফিরে কি যেতে পারব? মনে হয় পারব।কারন, আজ রাতেও একজন আমাকে বলেছে আমি নাকি সেই আগের জায়গায় ফিরে যাওয়ার মত অবস্থায় আছি। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা কর দেখবে আমার সেই তোমার অধরে ঠাঁই পাওয়া অনেক সহজ হয়ে গেছে।
তুমি আমার ভাল চেয়েছিলে বলেইতো আমি বছরের পর বছর, যুগের পর যুগ তোমার কোলে ঘুমিয়েছিলাম। তুমি আবার ঈশ্বরের কাছে সে চাওয়া চাও দেখবে ঈশ্বর তোমার কথা ফেলতে পারবেনা।

0
নাইছ