0
যদি বলি ভালবাসি ভুল হবে? না, ভুল হবেনা।তাহলে? এখন থেকে শুধু চুল ধরে টানাটানি করতে হবে তাহলেই বোঝা যাবে আমি তোমাকে কতটুকু ভালবাসি। তোমার চুলের আগা যদি সুন্দর না হয় চুল কেটে ছোট করে দিতে হবে তাহলে চুল সুন্দর দেখাবে, আর যদি চুলে কোন রং মিশানো থাকে সে রং ফেলে দিতে হবে, যদি চুল এমন হয় চুলের আগা ঠিক আছে কিন্তু গোড়ায় সমস্যা তাহলে গোড়ায় রং মিশাতে হবে; এক কথায় চুলে যা যা দরকার সব করতে হবে, শুধু একটা জিনিস করা যাবেনা চুলের আগায় খুব বেশি জোর প্রয়োগ করা যাবেনা কারন তাতে যদি চুল সম্পূর্ণ উঠেই যায় তাতে তুমি কেমন করে বাঁচবে। কথা দিচ্ছি কাল সকালে সূর্য উঠার সাথে সাথেই তোমার চুল নিয়ে এমনভাবে চর্চা শুরু করব যে তুমি হাসতে হাসতে মরে যাবে আর তখনই তুমি বুঝতে পারবে আমি আসলে তোমাকে কতটা ভালবাসি।

0