0
তোমার আকাশে কয়টি তারা? সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ? না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে দেবে কিনা? না।তাহলে তুমি মোটেও সুন্দর নয়।এবার বল এই যে এত সুন্দর তুমি হলে, এ সুন্দর তুমি হয়েছ কিভাবে? কারন, তুমি আমাকে সাতটি তারা দাওনি।এই সাতটি তারা তুমি কি করবে? তোমার অন্দরের ঠিক মাঝ গর্তে লুকিয়ে রাখবে। আমি দিন-রত সেই মাঝ গর্তে হাত দিয়ে দেখব সাতটি তারা তার ঠিক জায়গায় আছে কিনা। যদি না থাকে? তাহলে বলব, সাতটি তারা সাতটি তারা নেই, হয়ে গেছে লাল সাপ।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি

0