0
তোমার শহরে
নাইমুর রহমান দূর্জয়
এসেছিলাম প্রিয়, তোমার শহরে
আবছা আলোর নিস্তব্ধ এই শহরে।
তখনো বইছিলো শীতল হওয়া,
গাছের পাতা বেয়ে পড়ছিলো বিন্দুকণা!
বৃষ্টি হয়েছিলো এই শহরে,এ তারই আভা।
তোমার শহরে এসেছিলাম প্রিয়,
তোমাকেই অনুভব করছিলাম তখনো!
হয়তোবা তুমি খুব কাছেই ছিলে,
এই শহরের কোনো এক কোনায়।
যদিও নেই তোমার থেকে বিদায়,
তবুও! ভালো থেকো প্রিয়,
ভালো থেকো তুমি তোমার ঠিকানায়।

0
ভালো লিখেছেন কবি