0
আমার মনে যত দুঃখ তত দুঃখ কি আর কারো মনে আছে? না। তাইতো আমি দুঃখের দুখী। এত দুঃখ যে দিয়েছে সে না জানি কত দুখী? সে যদি দুঃখ বইতে বইতে দুঃখের এক নীল নয়না সাগর হয় তাহলে অনেক ভাল হয়।কারন, নীল নয়না সাগরের চেয়ে বেশি দুঃখ কারো নেই।
এবার বল এ দুঃখ দিয়ে আমি কি আমি কি করব? এ দুঃখ দিয়ে আমি এমন এমন এক সাগর বানাব যেটা নীল নয়না’ও ছাড়িয়ে।
নীল নয়না’ ছাড়িয়ে গেলে কি হবে? বলব, আমার আর কোন দুঃখ, সব দুঃখ কোথায় যেন হারিয়ে গেছে।
হারিয়ে গিয়ে দুঃখ কি করে? বসে বসে কোন হতভাগার কথা ভাবে যে হতভাগার মা ছিলনা, বাপ ছিলনা, শুধু ছিল এক ভাই সেও হারিয়ে গেছে। আমার এ দুঃখের পরিণতিও যেন তাই হয়।

0