একদিন গাছে মাছ ছিল, নদীতে পানি ছিল, আকাশে ঢেউ ছিল, তারা ভরা রাতে আলো ছিল; কিন্তু আজ কিছু নেইঃ যদি এমন হয় তাহলে কি হবে? মানুষ দুঃখে মরবে। বলবে, এ দুঃখ রাখব কোথায়? আসলেই কি তেমন কোন দুঃখ রাখার জায়গা আছে? না নাই।তাইতো আমাদের অনেক দুঃখ। এ দুঃখ রাখব কোথায়? এ দুঃখ যদি আটলান্টিকের তেরশ গভীর তলে রাখা যেত তাহলে অনেক ভাল হতনা? কিন্তু আটলান্টিকের গভীর তলতো গভীরতায় ভরা।তাহলে এ দুঃখ রাখব কোথায়? শুনেছি হেরা পর্বতের গুহার নিকটে এক বিরাট গুহা আছে সেই গুহায় বড় এক খাদ আছে। কিন্তু সে খাদতো গুহায় ভরা।তাহলে এ দুঃখ রাখব কোথায়? আমার মায়ের আঁচলের তলে এক বিরাট গর্ত আছে সেখানে অনেক দুঃখ রাখা যায়।না, সে দুঃখও দুঃখ দিয়ে ভরা। তাহলে এ দুঃখ রাখব কোথায়? এ দুঃখ রাখার বুঝি কোন জায়গা নেই! এ দুঃখ আমরা আবে জমজমের কুপের পানিতে রাখি? সেখানে যদি কোন কুমির এসে কেটেকুটে খায়।কিন্তু কুমিরের তো সে দাঁত নেই। তাহলে এ দুঃখ দিয়ে কি হবে?এ দুঃখকে শেষ পর্যন্ত আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কাছে রাখতে হবে। সেখানে কোন দৈত্য এসে যদি তাকে গ্রাস করে নিয়ে যায়।
দুঃখ তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কাছে জমা রাখলাম, এবার আমাকে কি দেবে? আমাকে একটি নতুন আলাউদ্দিন দাও যে নতুন আশ্চর্য় প্রদীপ আবিষ্কার করবে। না,না তেমন কোন আলাউদ্দিন নেই। তাহলে, দুঃখ দুঃখই রয়ে গেল।

ভালো লাগছে
ধন্যবাদ। ভাল থাকুন।