দুঃখ (৮)

0

একদিন গাছে মাছ ছিল, নদীতে পানি ছিল, আকাশে ঢেউ ছিল, তারা ভরা রাতে আলো ছিল; কিন্তু আজ কিছু নেইঃ যদি এমন হয় তাহলে কি হবে?  মানুষ দুঃখে মরবে। বলবে, এ দুঃখ রাখব কোথায়? আসলেই কি তেমন কোন দুঃখ রাখার জায়গা আছে?  না নাই।তাইতো আমাদের অনেক দুঃখ। এ দুঃখ রাখব কোথায়?  এ দুঃখ যদি আটলান্টিকের তেরশ গভীর তলে রাখা যেত তাহলে অনেক ভাল হতনা? কিন্তু আটলান্টিকের গভীর তলতো গভীরতায় ভরা।তাহলে এ দুঃখ রাখব কোথায়? শুনেছি হেরা পর্বতের গুহার নিকটে এক বিরাট গুহা আছে সেই গুহায় বড় এক খাদ আছে। কিন্তু সে খাদতো গুহায় ভরা।তাহলে এ দুঃখ রাখব কোথায়?  আমার মায়ের আঁচলের তলে এক বিরাট গর্ত আছে সেখানে অনেক দুঃখ রাখা যায়।না, সে দুঃখও দুঃখ দিয়ে ভরা। তাহলে এ দুঃখ রাখব কোথায়?  এ দুঃখ রাখার বুঝি কোন জায়গা নেই! এ দুঃখ আমরা আবে জমজমের কুপের পানিতে রাখি? সেখানে যদি কোন কুমির এসে কেটেকুটে খায়।কিন্তু কুমিরের তো সে দাঁত নেই। তাহলে এ দুঃখ দিয়ে কি হবে?এ দুঃখকে শেষ  পর্যন্ত আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কাছে রাখতে হবে। সেখানে কোন দৈত্য এসে যদি তাকে গ্রাস করে  নিয়ে যায়।

দুঃখ তো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কাছে জমা রাখলাম, এবার আমাকে কি দেবে?  আমাকে একটি নতুন আলাউদ্দিন দাও যে নতুন আশ্চর্য় প্রদীপ আবিষ্কার করবে। না,না তেমন কোন আলাউদ্দিন নেই। তাহলে, দুঃখ দুঃখই রয়ে গেল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

2 Replies to “দুঃখ (৮)”

Leave a Reply