0
ভারত কর্তা ফন্দি আঁটে
দেশ ভাগের আগ,
বঙ্গ দেশটা দুই ভাগেতে
করে দিলো ভাগ।
সুযোগ পেয়ে সবি নিলো
দেশ ভাগের পর,
ইচ্ছে মতই নিতোই সবি
মাথায় করে ভর।
সাধুর বেশে ভাগের পরে
দেশটা লুটে খায়,
তাতে দেখি পেট ভরেনি
দখল নিতে চায়।
পঞ্চাশ কিম্বা তাহার বেশি
খাচ্ছে নিজের মতো,
তাল বাহানা করে আবার
সুযোগ নিতো ততো।
কলকারখানা সবি খেলো
আর সোনালী পাট,
সাগর নদী দখল নিলো
বাদ রাখেনি ঘাট।
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান
থাকছি যখন বেশ,
দাঙ্গা বাঁধায় বিভেদ করে
করতে চাচ্ছে শেষ।
বঙ্গ দেশটা নিয়ে মশাই
থাকো এবার চুপ,
চুপ না থাকলে তবে মশাই
গঙ্গায় খাবে ডুব।
0
ভালো লিখেছেন কবি