0
নদীর পাড়ে বসত বাড়ি
মোরা ধীবর জাত,
নদীর বুকে মৎস্য ধরে
কাটাই দিবা রাত।
নৌকায় করে প্রদীপ জ্বলে
মাছ ধরতে যাই,
জাল ফেলিয়ে নদীর থেকে
নানান মাছ পাই।
ডাঙায় উঠে হিসাব চলে
মহাজনের কাছ,
দিবস রাতে সব মিলিয়ে
পেলাম কতো মাছ।
বাজার নিয়ে অধিক দামে
বেঁচে তবেই নেয়,
অভাব মেটে চলার মতো
তেমন কিছু দেয়।
রূপালী ওই ইলিশ মাছ
মনটা খেতে চায়,
রাখলে তবে গোপন করে
খুঁজেই নিয়ে যায়।
অভাব নিয়ে মনের সাথে
লড়াই করে যাই,
পাই না কোনো কদর মোরা
ধীবর জাতি তাই।

0