২০২৪ একুশে বইমেলায় আমার নতুন বই ( কনকচাঁপা দোদুল দোল) প্রকাশ ( আপডেট, ১৬ ফেব্রুয়ারী) )

0

অমর  একুশে বইমেলা ২০২৪ ( সোহরাওয়ার্দী উদ্যান) এ আমার  কবিতার বই প্রকাশ পেয়েছে । আমার লেখক আইডি – মোঃ আরিফ হোসেন সর্দার। প্রেম, বিরহ, অভিমান, বিদ্রোহ, প্রকৃতি প্রেম, ধর্মীয় চেতনা, বাকস্বাধীনতা, জীবনবোধ সবই ফুটিয়ে তোলা হয়েছে এ বইতে। আমার কবিতা পড়ে আপনি আপনার পূর্ণাঙ্গ তৃপ্তি খুঁজে পাবেন এটা আমার একান্ত প্রত্যাশা। আমার কবিতা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।বইতে মোট একশটি মত কবিতা উপস্থাপন করা হয়েছে। সবকটিই গদ্যকবিতা । কবিতাগুলো   অত্যন্ত আর্টফুলও জীবনঘনিষ্ঠ।কবিতাগুলো আপনার আত্মার আনন্দের খোরাক হবে এমনটাই আমি আশা করি। বই পড়ে কেউ দেউলিয়া হয়নি – এই অমোঘ সত্য বুকে ধারন করে কবিতাগুলো উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বইটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র একশ’ দশ টাকা।  বইটির নাম’ কনকচাঁপা দোদুল দোল’ । একুশে বইমেলায় ১১৬নং স্টলে (মেধা প্রকাশনী)  বইটি পাবেন।যদি আমাকে ব্যক্তিগতভাবে নক করতে চান তাহলে আমার ইমেইল আইডি( arif08273@gmail.com) এ নক করতে পারেন। বই হোক আপনার নিত্য সঙ্গী।বই, বই আর বই,বইয়ে বইয়ে ছেয়ে যাক আপনার জীবন। ধন্যবাদ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply