অমর একুশে বইমেলা ২০২৪ ( সোহরাওয়ার্দী উদ্যান) এ আমার কবিতার বই প্রকাশ পেয়েছে । আমার লেখক আইডি – মোঃ আরিফ হোসেন সর্দার। প্রেম, বিরহ, অভিমান, বিদ্রোহ, প্রকৃতি প্রেম, ধর্মীয় চেতনা, বাকস্বাধীনতা, জীবনবোধ সবই ফুটিয়ে তোলা হয়েছে এ বইতে। আমার কবিতা পড়ে আপনি আপনার পূর্ণাঙ্গ তৃপ্তি খুঁজে পাবেন এটা আমার একান্ত প্রত্যাশা। আমার কবিতা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।বইতে মোট একশটি মত কবিতা উপস্থাপন করা হয়েছে। সবকটিই গদ্যকবিতা । কবিতাগুলো অত্যন্ত আর্টফুলও জীবনঘনিষ্ঠ।কবিতাগুলো আপনার আত্মার আনন্দের খোরাক হবে এমনটাই আমি আশা করি। বই পড়ে কেউ দেউলিয়া হয়নি – এই অমোঘ সত্য বুকে ধারন করে কবিতাগুলো উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বইটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র একশ’ দশ টাকা। বইটির নাম’ কনকচাঁপা দোদুল দোল’ । একুশে বইমেলায় ১১৬নং স্টলে (মেধা প্রকাশনী) বইটি পাবেন।যদি আমাকে ব্যক্তিগতভাবে নক করতে চান তাহলে আমার ইমেইল আইডি( arif08273@gmail.com) এ নক করতে পারেন। বই হোক আপনার নিত্য সঙ্গী।বই, বই আর বই,বইয়ে বইয়ে ছেয়ে যাক আপনার জীবন। ধন্যবাদ।
