কবিতা ঘর জামাই আফছানা খানম অথৈ

0

ঘর জামাই

আফছানা খানম অথৈ

ঘর জামাই ঘরে থাকে
বউয়ের আঁচল তলে,
সব সময় চলতে হয়
বউয়ের মন যুগিয়ে।
সকাল সন্ধ্যা টিপতে হয়
বউয়ের পা দুখানি
একটু খানি ভুল হলে
খাই বউয়ের পিটুনি।
ঘর জামাই বড়ই অলস
করতে চাইনা কোন কাজকর্ম,
তাই উঠতে বসতে শুনতে হয়
বউয়ের গালমন্দ।
বউ থাকেন সিংহাসনে বসে
জামাই থাকেন পায়ের কাছে,
যখন যা হুকুম করেন
এনে দেন অনায়াসে।
শ্বশুর শ্বাশুড়ি মহাখুশি
জামাই তাদের ভালো
মেয়ের কথায় উঠ বস করেন
এ যে কত আনন্দ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply