0
তিনটি ফুল এক সাথে হাসে, প্রতিটিই তোমার কথা বলে।কবে তুমি হাসবে, কবে চারটি ফুল হবে? তুমি যদি একবার ভালবাসি বল মনে হয় দশ বার বলেছ আর দশবার বল মনে হয় লক্ষ বার বলেছ; কবে তুমি কোটি কোটি বার বলবে আর আমার মনে হবে দশ লক্ষ হাজার কোটি বার বলেছ?
এত যে ভালবাসি তার কারন কি? একটি লাল রজনীগন্ধা।ধর এটি নিয়ে তুমি তোমার শোবার ঘরে টানিয়ে রেখো।
মানুষ কি চায়? শুধু ভালবাসা চায়।তুমি আমাকে সেই ভালবাসা দাও যেই ভালবাসার কোন তুলনা নাই।
তোমাকে দেখলেই মনে হয় পদ্ম ফুল হাসছে। অথচ আজ তুমি একবারও হাসলেনা। কবে তুমি সেই হাসি হাসবে যা পদ্ম ফুল’ও ছাড়িয়ে যাবে?
তুমি যদি বল ফুল সুন্দর তাহলে ফুল সুন্দর, তুমি যদি বল নদী সুন্দর তাহলে নদী সুন্দর। তুমি আমাকে বল কোনটা’ সুন্দর বলব কারন নদী আমি খুব ভালবাসি।

0