0
বারে বারে একটি কথাই মনে হয়,’ তুমি আমার নয় তুমি আমার নয়’। অথচ কে যেন বলছে তুমি আমার। আসলে কি তুমি আমার? না, তুমি অন্য একজনের। সেই একজনের নাম আমায় বল, আমি তার নাম পাল্টে দেব।
যদি নাম না পাল্টায়? বলব, তুমি এমন নাম নিয়ে চল কেন, তোমার অন্য একটি নাম গ্রহণ করা উচিত।
সে নাম গন্ধরাজ হতে পারে, গন্ধবকুল হতে পারে, হতে পারে গন্ধ গোকুল। তবে গন্ধগোকুলই আমার বেশি পছন্দ কারন গন্ধগোকুল আমি কাউকে গ্রহণ করতে দেখিনি।

0