0
বাবার জন্য এই ধরাতে
দেখলে তুমি আলো,
বাবার সেবা করতে হবে
রাখতে তাকে ভালো।
বাবার কাছে সন্তান সবাই
আজন্ম কাল ঋণী,
বটের ছায়া মাথার উপর
সন্তানগণের তিনি।
বাবার হৃদয় আকাশ সম
এক পৃথিবী মায়া,
সন্তান মানুষ করতে বাবার
শুকিয়ে যায় কায়া।
বাবার সেবা করলে তবে
নিজকে ভাবো ধন্য,
বাবার শরীর থাকবে ভালো
তোমার সেবার জন্য।
0
ভালো লিখেছেন কবি