নিন্দুক। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

আমাদের সমাজে বিচিত্র কিছু মানুষ রয়েছে। যারা অন্যের ভালো কিছুতেই দেখতে পারে না। কেউ যদি খারাপ পথ থেকে নিজেকে ফিরিয়ে ভালো পথে আনার চেষ্টা করে সেই ক্ষেত্রে তারা আঙুল তুলবেই। মানে কারো ভালো হওয়াটা মনে হয় তাদের দ্বারা হজম হয়ে উঠে না। আমাদের উচিত এসব মানুষদের যথাসম্ভব এড়িয়ে চলা। কেননা তাদের কথা শুনে আপনার দিন কাটবে না। একদিন না খেয়ে থাকলে তারা আপনাকে খাবার দিয়ে যাবে না। তারা পারে শুধু মুখে বিষাক্ত বুলি ফুটাতেই। এর বেশি তাদের সামর্থ্য নেই। তাই নিজের উপর ভরসা রাখুন। আপনি কেমন আর আপনি কি করতে পারেন সেটা শুধু আপনিই ভালো জানেন। তাই কারো কথার পরোয়া না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। এসব মানুষদের কথায় পথভ্রষ্ট হলে চলবে না।

~সমাপ্ত


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

4 Replies to “নিন্দুক। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply