নিন্দুক। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

আমাদের সমাজে বিচিত্র কিছু মানুষ রয়েছে। যারা অন্যের ভালো কিছুতেই দেখতে পারে না। কেউ যদি খারাপ পথ থেকে নিজেকে ফিরিয়ে ভালো পথে আনার চেষ্টা করে সেই ক্ষেত্রে তারা আঙুল তুলবেই। মানে কারো ভালো হওয়াটা মনে হয় তাদের দ্বারা হজম হয়ে উঠে না। আমাদের উচিত এসব মানুষদের যথাসম্ভব এড়িয়ে চলা। কেননা তাদের কথা শুনে আপনার দিন কাটবে না। একদিন না খেয়ে থাকলে তারা আপনাকে খাবার দিয়ে যাবে না। তারা পারে শুধু মুখে বিষাক্ত বুলি ফুটাতেই। এর বেশি তাদের সামর্থ্য নেই। তাই নিজের উপর ভরসা রাখুন। আপনি কেমন আর আপনি কি করতে পারেন সেটা শুধু আপনিই ভালো জানেন। তাই কারো কথার পরোয়া না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। এসব মানুষদের কথায় পথভ্রষ্ট হলে চলবে না।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

4 Replies to “নিন্দুক। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply