0
শিশুর মুখে দেখলে হাসি
মনটা ভরে যায়,
হাসির মাঝে অবুঝ শিশু
বলতে কিছু চায়।
শিশুর ভাষা বুঝতে পারে
মা- জননী তাই,
শিশুর মুখে ফুলের হাসি
খুশির সীমা নাই।
আদর পেয়ে দিনে দিনেই
কোমলমতি হয়,
তাই না দেখে মায়ের মনে
অনেক খুশি রয়।
শিশুর নিয়ে মায়ের ভাবা
হয় না কভু শেষ,
আজকে শিশু আগামীকাল
গড়বে সেতো দেশ,
মায়ের কোলে উঠছে বেড়ে
সেই শিশুটি আজ,
সবার মাঝে বেজায় খুশি
পরে মাথায় তাজ।

0
ভালো লিখেছেন কবি