0
“তুমি আমার প্রেমে পাগল? না, তুমি পাগল একটি বাসন্তী ফুলের প্রেমে।সে ফুল তোমাকে কি দেবে? কিছুই দেবেনা। তাহলে তুমি পাগল কেন? সে ফুল অনেক সুন্দর। এ সৌন্দর্য দিয়ে তুমি কি করবে! কিছুই হবেনা! তুমি শুধু সে ফুল ভালবাসবে কিন্তু ফুল তোমাকে কিছুই দেবেনা কারন ফুল তার নিজেকে নিয়ে বাঁচবে। তাহলে তোমার কি করা উচিত? আমাকে ভালবাসা উচিত, আমাকে ভালবাসলেই তুমি ফুল পাবে, জহর পাবে, যা ইচ্ছা তা পাবে, এমনকি পাবে সাগরের নুড়ি পাথর।” “তাহলে তোমাকে আমি ভালবাসি, এত বেশি ভালবাসি যে ভালবাসার কোন শেষ নেই, তুমি আমাকে এক্ষুনি সাগরের নুড়ি পাথর এনে দাও।” “সে নুড়ি পাথর আনতে আমার তিন দিন তিন রাত সময় লাগবে।” যাও তোমাকে আমি তিন দিন তিন রাত সময় দিলাম তুমি আমাকে নুড়ি পাথর এনে দাও।” “এই যে ধর নুড়ি পাথর।” “এতক্ষণে আসল নুড়ির দেখা পেলাম। “

0