0
দিনের শেষে রাত হয়, রাতের শেষে দিন। অথচ তুমি বলছ, কিছুই হয়না। তুমি এমন কথা বললে কেন আমাকে একবার বলবে কি? যদি না বল আমি বলব, তুমি এক পাগল। না, বলবনা।তাহলে তুমি সত্যিই এক পাগল।
0
দিনের শেষে রাত হয়, রাতের শেষে দিন। অথচ তুমি বলছ, কিছুই হয়না। তুমি এমন কথা বললে কেন আমাকে একবার বলবে কি? যদি না বল আমি বলব, তুমি এক পাগল। না, বলবনা।তাহলে তুমি সত্যিই এক পাগল।
আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।