চড়ুই পাখির সাথে রাতনিশীথে

0

আমি আর আমার প্রেমিকা একে অপরকে ভালবাসি।একদিন প্রেমিকা বলল, আমি তোমাকে ভালবাসিনা। বললাম, তাহলে তুমি কিসের প্রেমিকা?  প্রেমিকা বলল, আমি প্রেমিকা হয়েছি কারন আমি তোমার জন্য জীবন দিতে পারি। বললাম, সেটা কেমন? বলল, এই যেমন ধর তুমি যদি এখন বল সাত ফুট পানির নীচে ডুব দিতে আমি সাত ফুট পানির নীচে ডুব দেব। বললাম, একটু দেখাওতো।সে তাৎক্ষণিক সাত ফুট পানির নীচে ডুব দিল।এখন আর তাকে আমার ভাল লাগেনা কারন সাত ফুট পানির নীচে ডুব দিয়ে কি হবে সে তো আমাকে ভালবাসেনা।

এখন বলেন, এই প্রেমিকা নিয়ে কি করা সেতো আমাকে ভালবাসেনা, শুধুই পানির নীচে ডুব দেয়।  আপনারা যদি বলেন মেরে ফেলতে মেরে ফেলব আর যদি বলেন বাঁচিয়ে রাখতে বাঁচিয়ে রাখব।কোনটা করব আপনারাই বলেন, কারন, তাকে কিছু না করলে যে আমার কিছুই ভাল লাগবেনা।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

ডায়না (৩)

ডায়না ডায়না ডায়না কোন কথা কয়না একবার না দেখিলে মনে হয় কতদিন দেখা হয়না।   ঘুম থেকে উঠে সাতটায় হাতমুখ

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply