0
তোমার পিতা মোহাম্মদ আলী অনেক ভাল লোক ছিলেন। ভাল লোক ছিলেন তোমার দাদা শওকত আলী। শুধু ভাল ছিলেননা তোমার প্রপিতা মীর কাসেম আলী।তুমি সেই কাসেম আলীর মত হয়েছ।কে বলেছে, আমি কাসেম আলীর মত হয়েছি? এই যে একটু আগে বললে, তুমি খুব ন্যাংটো ভাষায় কথা বল।আমি আর সে কথা বলবনা। তাহলে তুমি তোমার পিতার মতই হয়েছ।এই যে পিতার মত হলে এখন তুমি আমাকে কি দেবে? আমি দেব তোমাকে আমার পিতার সামনের সারির তিনটি দাঁত। তাহলে তুমি তোমার পিতার মত পুরোপুরিই হয়েছ।
এই যে পিতাকে তুমি এত ভালবাস সেই পিতা তোমাকে কি দিয়েছে? আমাকে কিছু দেয়নি। তাহলে সে অভাব আমি পূরণ করে দেব।

0